রাজনীতি থেকে অবসরের ঘোষণা দুয়ার্তের

হঠাৎ করেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। শনিবার এক ঘোষণায় দুয়ার্তে বলেন, আগামী ২০২২-এর ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন না তিনি। রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শনিবার প্রেসিডেন্ট দুয়ার্তে বলেন, ‘ফিলিপাইনের নাগরিকদের মতে আমি যোগ্য নই। এ অবস্থায় উপ-রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দিতা করা আইন, সংবিধান লঙ্ঘন করা হবে’। আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি’।

নিজের পছন্দের উত্তরসূরির নাম ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে তার মেয়ে ‘সারা’ হাল ধরতে যাচ্ছেন।

২০১৬ সালে ফিলিপাইনে প্রেসিডেন্টের চেয়ারে বসেন দুয়ার্তে। আগামী বছরে জুনে তার মেয়াদ শেষ হতে চলেছে। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে কেউ ছয় বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। ফলে, দুয়ার্তে আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না।

২০১৬ সালে নির্বাচনে বিজয়ী হয়ে দেশজুড়ে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। এরপরই থেকে নিরাপত্তা বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চলমান অভিযানে এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন। তার এমন নীতির চরম সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্রসহ মানবাধিকার সংগঠগুলো। তারপরও নিজের নেওয়া পদক্ষেপ থেকে সরে দাঁড়াননি তিনি।