ইসরায়েলের সামরিক উপস্থিতি অস্বীকার করলো আজারবাইজান

নিজ ভূখণ্ডে ইসরায়েলের সামরিক উপস্থিতির কথা অস্বীকার করেছে আজারবাইজান। ইরানের এমন দাবির পর এ কথা জানালো ককেশাস দেশটি। বুধবার মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এই খবর জানিয়েছে।

আজারবাইজান সীমান্তে ইরানের সামরিক মহড়ার পর তেহরান এই দাবি করেছিল। এতে বাকুর সঙ্গে দেশটির উত্তেজনা শুরু হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আজারবাইজানের রাষ্ট্রদূতকে বলেন, তার দেশ সীমান্তের কাছে ইসরায়েলের উপস্থিতি বা কর্মকাণ্ড মেনে নেবে না। একই সঙ্গে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

তেহরানের এমন দাবির পর আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী লেয়লা আব্দুল্লাইয়েভা বলেন, আজারবাইজান-ইরান সীমান্তে কোনও তৃতীয় পক্ষের উপস্থিতির অভিযোগ আমরা অস্বীকার করছি। এমন অভিযোগ একেবারে ভিত্তিহীন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের এই অভিযোগের সমালোচনা করেছেন।