যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন

তাইওয়ান নিয়ে কোনও ধরনের আপোষের সুযোগ নেই, সুতরাং যুক্তরাষ্ট্রকে বিভ্রমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের পক্ষ থেকে একাধিক উস্কানি মন্তব্য করার প্রেক্ষিতেই বৃহস্পতিবার এমন বার্তা দিলো দেশটিতে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়া বলেন, পুরো বিশ্ব দু’দেশের মধ্যে সুসম্পর্ক আশা করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় এবং সহযোগিতা বজায় রাখতে ইচ্ছুক চীন।

তবে যুক্তরাষ্ট্র কিছু কিছু সময় তাইওয়ানের বিষয়ে দায়িত্বহীন কথা বলছে এবং দক্ষিণ চীন সাগরে যুদ্ধ জাহাজ পাঠিয়ে উস্কানিমূলক আচরণ করছে। এতে উভয় দেশের সম্পর্কে উন্নতি সম্ভব হচ্ছে না বলেও মনে করেন চীনা মুখপাত্র।

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রসঙ্গে মুখপাত্র উ কিয়া বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের কিছু নীতি রয়েছে, তা হলো স্বার্বভৌমত্ব, মর্যাদা এবং মূল স্বার্থ লঙ্ঘন করা যাবে না। বিশেষ করে তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কোনও বিভ্রমে থাকা উচিত নয়। কারণ, এই ভূখণ্ড নিয়ে বেইজিং কোনও আপোষ করবে না’।