মিয়ানমার সেনার হাতে ১৮ স্বাস্থ্যকর্মী আটক

জান্তা প্রতিরোধ বাহিনীর কর্মীদের চিকিৎসা দেওয়ায় ১৮ স্বাস্থ্যকর্মীকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনকে চিকিৎসা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, মিয়ানমারের পূর্ব কায়াহ রাজ্যের লোইকাউরের একটি গির্জায় অভিযান চালানোর সময় ৪৮ জনকে সেখানে পায় সেনাবাহিনী। তারা ওই চার্চে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত।

জান্তার মুখপত্র গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার দাবি করছে, আটকৃতরা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃকক্ত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিবেদনে সংঠনের নাম উল্লেখ করা হয়নি।

গির্জায় আটক হওয়া চার ডাক্তার, চারজন নার্স এবং ১০ নার্সিং সহকারীর বিরুদ্ধে আগে কাজ করতে অস্বীকার এবং উসকানির অভিযোগ আনা হয়েছিল।

মিয়ানমার সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারিতে অবৈধভাবে সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির স্বাস্থ্যখাতে ধস নেমেছে। জান্তা বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে গুলিতে এ পর্যন্ত দেশটির ১ হাজার তিনশ'র বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। আটক হয়েছেন ১০ হাজারের বেশি।