আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম টেলিভিশন ভাষণে অর্থ সহায়তা বন্ধ না করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত ১০ বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গণি। নতুন তালেবান সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। এদিনের ভাষণে কোনও দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘যতটা সম্ভব আমরা জনগণের সমস্যা দূর করার চেষ্টা করছি। প্রতিটি ক্ষেত্রে আমরা অতিরিক্ত সময় কাজ করছি।’
তালেবান ক্ষমতায় আসার পর একদিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বিপুল অর্থ জব্দ করে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়ে দেশটি। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনীতি নাজুক হয়ে পড়ে। দেখা দেয় খাদ্য সংকট। বেড়েছে পণ্যসামগ্রীর দাম, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছে না।
এই পরিস্থিতির দায় আগের সরকারের ওপর চাপিয়ে আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিকে সতর্ক থাকতে হবে। আগের সরকারের যারা পালিয়ে আছে তারা উদ্বেগের কারণ তৈরি করছে। সরকারের প্রতি অনাস্থা তৈরিতে জনগণকে বিভ্রান্ত করছে।’
তিনি দাবি করেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সরকারি কর্মকর্তাদের গত কয়েক মাসের বকেয়া বেতন দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন।
আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে বলবো, তারা যেন তাদের অনুদান আটকে না রাখে এবং আমাদের বিধ্বস্ত দেশকে সহায়তা করে, যাতে জনগণের সমস্যা দূর করা যায়।’ সূত্র: ডিডাব্লিউ।