ওমিক্রন: শঙ্কা থাকলেও স্থল সীমান্ত খুলেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া

করোনাভাইরাসের মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ রাখার পর নিজেদের মধ্যে একটি স্থল সীমান্ত খুলে দিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সোমবার(২৯ নভেম্বর) বিশ্বের অন্যতম ব্যস্ত এই সীমান্ত টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা পার হওয়ার সুযোগ পেয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভ্রমণকারীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে ফের মিলিত হওয়ার সুযোগ নিলেও আশঙ্কা রয়েছে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আবারও সীমান্তটি বন্ধ করে দেওয়া হতে পারে।

মহামারি শুরুর আগে প্রতিদিন প্রায় তিন লাখ মালয়েশীয় নাগরিক সীমান্তটি পাড়ি দিয়ে সিঙ্গাপুরে প্রবেশ করতো। ২০২০ সালের মার্চে হঠাৎ করে সীমান্তটি বন্ধ হয়ে গেলে উভয় দেশেই আটকে পড়ে লাখ লাখ মানুষ। কাজ নিয়ে শঙ্কা থাকায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা।

সিঙ্গাপুরের কুইন স্ট্রিট বাস টার্মিনালে মালয়েশিয়াগামী প্রথম বাসের অপেক্ষায় ছিলেন বেশ কয়েক যাত্রী। এদের মধ্যে একজন ৩১ বছর বয়সী ব্যাংকার ইয়োগেনে হো। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো সিঙ্গাপুর ছাড়তে যাওয়া এই ব্যক্তি বলেন, ‘নতুন ভ্যারিয়েন্টের কারণে সীমান্ত ফের বন্ধ হয়ে যেতে পারে। আটকে পড়া নিয়ে আমি সত্যিই খুব শঙ্কিত।’

ভ্রমণকারীদের দেশত্যাগ এবং প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে হচ্ছে।