জান্তা নিয়ন্ত্রিত ৪০০ টেলিকম টাওয়ার ধ্বংস করেছে বিদ্রোহীরা

মিয়ানমারে চার শতাধিক টেলিকম টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে জান্তা বিরোধীরা। গত ১ ফেব্রুয়ারিতে অবৈধভাবে ক্ষমতায় দখলের পর থেকেই ধারাবাহিকভাবে টেলিকম টাওয়ার ধ্বংস করে আসছে বিদ্রোহীরা। জান্তা সরকারের অন্যতম মুখপাত্র দৈনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে শুক্রবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ টাওয়ারগুলো ধ্বংসের অন্যতম কারণ মিয়ানমারের জান্তা সরকারকে দুর্বল করা। এর আগে দেশটির সাধারণ মানুষ সামরিক সরকারবিরোধী বিক্ষোভ করায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় জান্তা। এরপর থেকেই টেলিকম টাওয়ারকে লক্ষ্যবস্তু করেছে জান্তা প্রতিরোধ বাহিনী।

বিদ্রোহীদেরকে সন্ত্রাসী অ্যাখা দিয়ে দেশের উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ সামরিক সরকারের। ধ্বংস হওয়া ৪০৯টি টাওয়ারের মধ্যে ৮৮ শতাংশ আংশিক মালিকানা সেনাবাহিনীর।

সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ পরিচালনা করছে সামরিক সরকার। তবে এই সরকারকে অবৈধ অ্যাখা দিয়ে আসছে মিয়ানমারের অধিকাংশ মানুষ। এর বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদ জানিয়েছে আসছে তারা। জান্তাবিরোধী আন্দোলনে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।