মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

সামরিক বাহিনী ও জাতিগত বিদ্রোহীদের সংঘর্ষের কারণে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৬ শতাধিক শরণার্থীকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। এক সিনিয়র থাই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রবিবারও সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলমান ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের টাক প্রদেশে পৌঁছা কয়েকজন শরণার্থী জানান রবিবার সকালে তাদের ফেরত পাঠানো হয়েছে।

প্রাদেশিক গভর্নর সোমচাই কিচারোয়েনরুংগ্রজ রবিবার সন্ধ্যায় জানান, সংঘর্ষে স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্টের আশঙ্কায় অনেক শরণার্থী স্বেচ্ছায় মিয়ানমার ফিরতে চাইছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর ডেপুটি এশিয়ার ডিরেক্টর ফিল রবার্টসন থাইল্যান্ডকে শরণার্থীদের মিয়ানমারে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

সংঘর্ষের বিষয়ে মিয়ানমার জান্তার এক মুখপাত্রকে রয়টার্সের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। সেনাবাহিনী বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করেছে।

দ্য এইড অ্যালায়েন্স নামের থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের অভিবাসী গোষ্ঠী জানিয়েছে, সীমান্তে প্রায় ১ হাজার মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।