জান্তার তাণ্ডবের পর সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিখোঁজ

মিয়ানমারে নিজেদের দুই কর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। সামরিক বাহিনীর বিরুদ্ধে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশে ৩০ জনকে পুড়িয়ে মারার অভিযোগের পর এই খবর এলো।

বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন অভিযোগ করেছে, মানবিক সংক্রান্ত কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। কিন্তু পূর্বাঞ্চলীয় মো সো গ্রামে তাদের আটক করা হয়। এরপর থেকে দুইজন নিখোঁজ।

সেভ দ্য চিলড্রেন নিশ্চিত যে তাদের ব্যক্তিগত গাড়িতে হামলা করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় মানবিক কার্যক্রম স্থগিত রেখেছে সংস্থাটি।

সেভ দধ্য চিলড্রেনের বিবৃতি

দাতব্য সংস্থাটির প্রধান নির্বাহী বলেন, হামলার নিন্দা জানাচ্ছে সেভ দ্য চিলড্রেন। আমরা নিরপরাধ এবং আমাদের কর্মীদের ওপর হামলায় আতঙ্কিত।

গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে সামরিক সরকার। তখন থেকে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। জান্তাবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এখন পর্যন্ত ১৩ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।