‘পেটে ভর দিয়ে’ নামলো ১০ কোটি ডলারের যুদ্ধবিমান

যান্ত্রিক ত্রুটিতে ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়ায় পেটে ভর দিয়ে (বেলি ল্যান্ডিং) জরুরি অবতরণ করেছে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধবিমান। দেশটির বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করে বিমানটি। যুক্তরাষ্ট্রের নকশায় তৈরি বিমানটির মূল্য প্রায় দশ কোটি ডলার। এফ-৩৫এ যুদ্ধবিমানটি বর্তমানে বিশ্বের ১২টিরও বেশি দেশ ব্যবহার করছে।

দক্ষিণ কোরীয় কর্মকর্তা বলেন, ‘ল্যান্ডিং গিয়ার বের না হওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে। এর অর্থ বিমানটি পেটে ভর দিয়ে নেমেছে।’ তবে এতে বিমানটির কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানাননি তিনি।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা কর্মকর্তা বলেন, বিমানের ক্ষতি হলেও এই অবতরণে পাইলটের দক্ষতা দেখা গেছে। অবতরণের পর পাইলট বিমান থেকে হেঁটে বের হয়ে আসেন বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা পিটার লেইটন বলেন, এফ-৩৫ সত্যিই খুব দ্রুত অবতরণ করে। এটা এফ-১৬, ১৮ বা ১১১ নয়। তিনি বলেন, ‘ইমার্জেন্সি গিয়ার ডাউন সিস্টেম কাজ না করায় কিংবা ব্যবহার না করায় আমি অবাক হয়েছি।’

এছাড়া দক্ষিণ কোরীয় পাইলট বিমান থেকে বের না হওয়ায় অবাক হয়েছেন পিটার লেইটন। তিনি বলেন, ‘তবে স্পষ্টত তারা ঠিক কাজটি করেছে।’ এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরীয় কর্মকর্তারা।

২০১৯ সালে দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ বিমান পায়। মার্কিন নির্মাতা লকহিড মার্টিন এর তৈরি এই যুদ্ধবিমানের ৪০টি কিনতে চুক্তি করে সিউল। এসব বিমান এক ইঞ্জিন বিশিষ্ট।

সূত্র: সিএনএন