পাকিস্তানে তুষারপাতে আটকা পড়ে ২৩ পর্যটকের প্রাণহানি

ভারী তুষারপাতে পাকিস্তানের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে ১০ শিশু রয়েছে। মুরি শহরে তুষার দেখতে আসা পর্যটকদের প্রায় হাজারো গাড়ি আটকা পড়েছে। ধারণা করা হচ্ছে প্রচণ্ড ঠাণ্ডায় জমে মারা গেছেন পর্যটকরা। জরুরি বিভাগ জানিয়েছে, এক পুলিশ ও তার স্ত্রীসহ পরিবারের ছয় সদস্য মারা গেছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদের উত্তরে অবস্থিত মুরি শহরের তুষার উপভোগ করতে সম্প্রতি বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। প্রায় ১০ হাজারেরও বেশি গাড়ি নিয়ে এখানে ভিড় করেন পর্যটকরা। কিন্তু শুক্রবার ভারী তুষারপাত ও ঝড়ো বাতাস শুরু হলে বহু গাড়ি আটকা পড়ে। শনিবার পরিস্থিতির আরও অবনতি হয়।

এ অবস্থায় ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারে গাড়ি আটকে থাকার ছবি ছড়িয়ে পড়েছে।

পুলিশের তথ্যমতে, ছয় জনকে গাড়ির ভেতরে বরফে জমা অব্স্থায় মৃত পাওয়া গেছে। আটকে পড়াদের খবর পেয়ে সহায়তায় এগিয়ে আসেন সেখানেকার স্থানীয়রা। কম্বল এবং খাবার দিয়ে প্রাথমিকভাব সাহায্য করেন তারা। তাদের উদ্ধার করে স্থানীয় স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে উদ্ধার তৎপরতা নেমেছে সেনা বাহিনী।

উদ্ধার তৎপরতায় সেনা সদস্যরা। ছবি সংগৃহীত

মুরি শহর সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার পাঁচশ ফুট উচুতে। ১৯ শতকে মুরি শহরে তৈরি করে ব্রিটিশরা। সেখান সেনাদের চিকিৎসা সহায়তার জন্য ব্যবহার করা হতো।