তুরস্ক, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে চীন

তুরস্ক, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে চীন। বেইজিংয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য এই সপ্তাহেই আলাদাভাবে সেখানে যাচ্ছেন এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব এরইমধ্যে বেইজিং সফর করেছেন। গত সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে দেশটি সফর করেন তারা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর আগামী বুধবার চীন সফরের কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের শুক্রবার দেশটিতে যাওয়ার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এই সফরে যাচ্ছেন যখন পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য তেহরানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ বাড়ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মৌলিক ইস্যুতে চীন ও ইরান পরস্পরকে জোরালো সমর্থন করে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সোমবার বলেছেন, গত মার্চে চীনের সঙ্গে স্বাক্ষরিত অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত ২৫ বছরের চুক্তিটি আমির আব্দুল্লাহিয়ানের সফরের আলোচ্যসূচিতে অগ্রাধিকারমূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার পর বেইজিং ইরানের অর্থনীতির জন্য একটি লাইফলাইন হয়ে ওঠে।

গত সোম ও মঙ্গলবার যথাক্রমে বাহরাইন ও সৌদি মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎকালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ভিয়েনা আলোচনার অংশ না হলেও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির আঞ্চলিক প্রক্সিগুলোকে নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে ওয়াং ই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘ন্যায় ও যুক্তিসঙ্গত উদ্বেগকে’ বিবেচনায় নেওয়ার বিষয়ে জোর দেন। রাজনৈতিক আলাপের বাইরে অর্থনৈতিক বিষয়াদি নিয়েও কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চীনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং নতুন জ্বালানি, ই-কমার্স, আইনশৃঙ্খলা এবং প্রত্নতাত্ত্বিক প্রকল্পগুলোতে রিয়াদের সঙ্গে সহযোগিতায় আগ্রহী।