তালেবানের বন্দিদশা থেকে মুক্ত সরকার সমালোচক অধ্যাপক

তালেবানের বন্দিদশা থেকে অবশেষে মুক্তি পেলেন আফগান সরকারের কট্টর সমালোচক ও অধ্যাপক ফয়জুল্লাহ জালাল। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে হাসিনা জালাল। তালেবান সরকারের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনে গত রবিবার তাকে আটক করে গোষ্ঠীটির গোয়েন্দারা।

তার মেয়ে এক টুইট বার্তায় জানান, ভিত্তিহীন অভিযোগে চারদিন বন্দি থাকার পরঅধ্যাপক জালাল অবশেষে মুক্তি পেয়েছেন। এর আগে তার বাবার দ্রুত মুক্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান মেয়ে হাসিনা জালাল।

অধ্যাপক জালাল দীর্ঘ সময় কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক। গত কয়েক দশকে আফগান নেতাদের সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি।

গত আগস্টে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর বেশ কয়েকটি টেলিভিশন টকশোতে অংশ নেন। বর্তমান আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য তিনি তালেবানকে দায়ী করেন। এমনকি তালেবান গোষ্ঠী জোর করে আফগানিস্তান শাসন করছে বলে সমালোচনা করেন তিনি।

এক টেলিভিশনে এই অধ্যাপক তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইমকে ‘বাছুর’ বলে মন্তব্য করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তালেবান সরকারের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, অধ্যাপক জালাল উসকানি দিয়েছেন। তাকে গ্রেফতার করে হয়েছিল এইজন্য যে, ভবিষ্যতে যেন এ ধরনের বিবেকহীন মন্তব্য কেউ না করে। যেন অন্যের মর্যাদার ক্ষুন্ন না হয়।