বিমান বাহিনীর প্রধানকে সরালেন মিয়ানমার জান্তা: রয়টার্স

মিয়ানমারের বিমান বাহিনীর প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল অং মিন হ্লাইং। স্থানীয় সংবাদমাধ্যম ও সশস্ত্র বাহিনী ঘনিষ্ঠ চারটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তারা জানান, সামরিক শাসনবিরোধী প্রতিরোধ ঠেকাতে বিমান হামলায় নিয়োজিত অন্যতম সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েছেন জান্তা প্রধান।

সূত্র জানায়, ৫৭ বছর বয়সী মাউং মাউং কিয়াউ ২০১৮ সাল থেকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তিনি অভিজাত সেনাবাহিনীর একজন জেনারেল।

দুটি সূত্র জানায়, সোমবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে হতুন অংকে বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মাউং মাউং কিয়াউ দায়িত্ব থেকে অপসারণের বিষয়ে প্রকাশ্যে কোনও ঘোষণা দেননি। রয়টার্সের পক্ষ থেকে জান্তা প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সেনাবাহিনীর মুখপাত্র ঝাউ মিন তুন বিমান বাহিনী প্রধানের দায়িত্ব থেকে মাউং মাউংকে অপসারণের বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনও সাড়া পাওয়া যায়নি। তবে মুখপাত্রকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম ইলেভেন মিডিয়া জানায়, চার বছর মেয়াদ শেষে দায়িত্ব পালন ছেড়েছেন মাউং মাউং।