পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার ভোট

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সোমবার নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। শনিবার মধ্যরাতে ইমরান খানের সরকার অপসারণের পরপরই নতুন সরকার নির্ধারণে তৎপরতা শুরু হয়ে গেছে। বিষয়টি জানিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক। রবিবার এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আগামীকাল সোমবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ২টার দিকে পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। আয়াজ সাদিক বলেন, প্রার্থীদের রবিবার দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর হবে যাচাই বাছাই।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন, এ নিয়ে জনমনে আগ্রহের কমতি নেই। ধারণা করা হচ্ছে, পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির প্রধান শাহবাজ শরিফ। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ প্রধান বিরোধী দলের প্রধান। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পতনে সামনে থেকে ভূমিকা রাখেন শাহবাজ। আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল জোটের দলগুলোই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতেও ইমরান খানের সম্ভাব্য উত্তরসূরি হতে চলছেন মুসলিম লীগের এই নেতা।