সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়ালেন শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে দেওয়া প্রথম ভাষণ দিয়েছেন শাহবাজ শরিফ। সোমবার দেওয়া এই ভাষণে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। বর্ধিত এই বেতন ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পিটিআই প্রার্থী শাহ মেহমুদ কোরেশির বিপরীতে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

প্রথম ভাষণেই শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী হিসেবে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন শাহবাজ। স্বল্প মূল্যে গম বিক্রি, তরুণদের ল্যাপটপ প্রদান এবং বেনজির কার্ড প্রচলনের ঘোষণা দেন তিনি।

পাকিস্তানের অর্থনীতি বিষয়ে শাহবাজ বলেন, তার দেশ উন্নতি করতে চাইলে আর্থিক খাতেও দেশকে আত্ম-নির্ভরশীল হতে হবে। শাহবাজ বলেন, ‘কেবল বক্তব্য দিয়েই যদি পাকিস্তানের উন্নতি হতো, তাহলে পিটিআই এর আমলে আমরা শীর্ষ দেশগুলোর মধ্যেই থাকতাম’।

পাকিস্তানকে ‘বিনিয়োগ স্বর্গ’ বানানোর ঘোষণা দিয়ে শাহবাজ বলেন, বিনিয়োগকারীদের মূলধনে তাদের দেশ এগিয়ে যাবে।

সূত্র: জিও নিউজ