প্রেসিডেন্টের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিলো লঙ্কান পার্লামেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত নিন্দা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার লঙ্কান পার্লামেন্টে প্রতীকী এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে ১১৯টি এবং পক্ষে ৬৮টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আর্থিক সংকটের জেরে সৃষ্ট বিক্ষোভ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার পরিবারের পদত্যাগের দাবির আন্দোলনে পরিণত হয়। গত সপ্তাহে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। চলমান বিক্ষোভে অন্তত ৯ জন নিহত ও ৩০০ জনের মতো আহত হয়েছেন।

মাত্র একদিনের পেট্রোল মজুত রয়েছে বলে নতুন দায়িত্ব নেওয়া লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সতর্ক করার পরদিন এই নিন্দা প্রস্তাব নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হলো। গত সপ্তাহের সহিংসতা ও মাহিন্দার পদত্যাগের এই প্রথম পার্লামেন্টের অধিবেশন বসে। প্রস্তাবটি নিয়ে আগামীতে আলোচনা হতে পারে।

প্রস্তাবটি যদি পাস হতো তাহলে প্রেসিডেন্টের পদত্যাগের চাপ জোরালো হতো। এই নিন্দা প্রস্তাবে অর্থনৈতিক সংকটের জন্য তাকে দায়ী করা হয়েছে।

আইনে পরিণত হওয়ার সুযোগ না থাকা এই প্রস্তাবটি উত্থাপন করে প্রধান বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স। তাদের দাবি, এই প্রস্তাবে সরকারবিরোধী লাখো বিক্ষোভকারীর কথা উচ্চারিত হয়েছে। যারা কয়েক সপ্তাহ ধরে রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন।

‘ঐক্য সরকার’ গঠনে বড় দুটি বিরোধী দলের সমর্থন পেলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত পূর্ণ মন্ত্রিসভা গঠন করতে পারেননি বিক্রমাসিংহে।