দক্ষিণ কোরীয়কে হামলায় বাইডেনের নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অগ্রবর্তী নিরাপত্তা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। মদ্যপ অবস্থায় দক্ষিণ কোরীয় এক নাগরিকের ওপর হামলার অভিযোগে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। শুক্রবার পুলিশ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।

ইয়ংসান জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটিতে কর্মরত। ট্যাক্সি নিয়ে এক ব্যক্তির সঙ্গে মারামারির ঘটনায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

সিউলের গ্র্যান্ড হায়াত হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। শুক্রবার সিউল পৌঁছে এই হোটেলেই অবস্থান করার কথা বাইডেনের।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। হোয়াইট হাউজ এই বিষয়ে সিক্রেট সার্ভিসকে প্রশ্ন করার জন্য বলেছে।

হোমল্যান্ড সিকিউরিটির অন্তর্ভুক্ত সিক্রেট সার্ভিস। এই সংস্থাটি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত। অতীতে বিদেশে অসদাচরণে জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে সিক্রেট সার্ভিস সদস্যদের।

শুক্রবার সন্ধ্যায় সিউল পৌঁছান বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার এটিই প্রথম এশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর।