পাকিস্তানে আম উৎপাদন অর্ধেকে নেমে আসার শঙ্কা

তীব্র গরমে নাজেহাল পাকিস্তানের জনজীবন। দাবদাহে দেশটির বিভন্ন জায়গায় পানির দেখা দিয়েছে পানি স্বল্পতা। এতে প্রভাব পড়েছে আম উৎপাদনের ওপর। চলতি বছর আম উৎপাদন ৫০ শতাংশে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে। এর জন্য অস্বাভাবিক তাপমাত্রা ও পানির ঘাটতিকে দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ মে) প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কিছুদিনের মধ্যে বাজারে নামবে মৌসুমি ফল আম। কিন্তু তা আর হচ্ছে কই। এ বছর প্রচণ্ড গরমে প্রভাব পড়েছে আমের ফলনে। 

পাকিস্তানের দক্ষিণে চলতি বছরের (মে) মাসে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দক্ষিণ এশিয়ার দেশটির জলবায়ুমন্ত্রী বলেন, শীত মৌসুমের পরই তীব্র গরম চলে আসে। এতে অঞ্চলটির মানুষ স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

গত মার্চে গড়ে পাকিস্তানের তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাপমাত্রা হঠাৎ করেই ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ তথ্য জানান পাকিস্তানের বণিক সমিতির প্রধান ওয়াহেদ আহমেদ।

ওয়াহেদ বলেন, এমন সময় তাপপ্রবাহ শুরু হয়েছে যখন আমের মুকুলের সময়। অস্বাভাবিক তাপমাত্রা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমের ফলন। এ বছর আমের উৎপাদন ৫০ শতাংশে নেমে এসেছে পাকিস্তানে।

সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলীয় চাষী ও ঠিকাদার গুল হাসান বলেন, গরমে পানির সংকট রয়েছেই। আমের আকার ও ফলন ভালো ফলনের জন্য গাছে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়।

ভারত, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার পর আম উৎপাদনে বিশ্বে পঞ্চম অবস্থানে পাকিস্তান। বছরে গড়ে পাকিস্তান গড়ে ১৮ লাখ টন আম উৎপাদন হয়ে থাকে। কিন্তু এ বছর তা কমে অর্ধেকে নেমে আসছে। ফলে আম রফতানি কমিয়ে আনার কথা বলছেন সংশ্লিষ্টরা।