ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, জরুরি সহায়তায় প্রস্তুত চীন

গত ২০ বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্পের কবলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। বুধবারের ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১ হাজার মানুষ মারা গেছেন। আহত হয়েছেন শত শত লোক। এমন বিপর্যয়ে দেশটিতে জরুরি মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে চীন।

নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতে সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আফগানিস্তান চীনের প্রতিবেশি বন্ধু এবং আফগানের পক্ষ থেকে চাহিদা মোতাবেক জরুরি মানবিক সহায়তা দিতে প্রস্তুত বেইজিং’।

ভূমিকম্পে আফগানিস্তানে থাকা কোনও চীনের নাগরিক এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চীনা মুখপাত্র।

২০০২ সালের পর আফগানিস্তানের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে বুধবার ভোরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল ৬.১।

বিভিন্ন স্থানে ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজে সহায়তায় নেমেছে আফগান প্রশাসন। এ ঘটনায় দেশজুড়ে শোক বইছে।

সূত্র: আল জাজিরা।