সামরিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা পাকিস্তান ও ইরানের

পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। দুই দেশের সামরিক সহযোগিতা আরও বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনার লক্ষ্যে সোমবার পাকিস্তানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বৈঠকের লক্ষ্য ছিল এই অঞ্চলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা।

এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যার একদিন আগেই সৌদি আরবের সম্মানজনক ‘অর্ডার অব কিং আবদুল আজিজ’ সম্মাননা পেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া। দুই দেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের নির্দেশে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জেনারেল বাজওয়াকে এই সম্মাননা তুলে দেন।