ফেরার সময় হয়নি গোটাবায়ার: প্রেসিডেন্ট রনিল

সিঙ্গাপুরে পলাতক শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের এখনই দেশে ফেরার সময় হয়নি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিল জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বর্তমান লঙ্কান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে রবিবার (৩১ জুলাই) ওয়াল স্ট্রিটকে বিশেষ সাক্ষাৎকার দেন রনিল। বর্তমান সমস্যা তুলে ধরে বলেন, প্রশাসনিক হস্তান্তর সংক্রান্ত সমস্যার পাশাপাশি অন্যান্য সরকারি কাজ পরিচালনার জন্য রাজাপাকসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

প্রেসিডেন্ট রনিল আরও বলেন, গোটাবায়া রাজাপাকসের দেশে ফেরার এখনই সঠিক সময় নয়, কারণ দেশে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যেতে পারে। আমি বিশ্বাস করি না ফিরে আসার সময় হয়েছে তার। এমন কোনও ইঙ্গিত নেই।

অর্থনৈতিক সংকটের জেরে ব্যাপক বিক্ষোভের মুখে রাতের আঁধারে শ্রীলঙ্কা ছেড়ে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে। ১৪ জুলাই সেখান থেকে সিঙ্গাপুরে যান তিনি। দেশটিতে পৌঁছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। ১৫ জুলাই শ্রীলঙ্কার কেবিনেট আনুষ্ঠানিকভাবে ওই পদত্যাগপত্র গ্রহণ করেন।

অনেক বিক্ষোভকারী মনে করেন দেশের অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য দায়ী সাবেক এই প্রেসিডেন্ট। আর তার জেরেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেক বেড়েছে। সূত্র: রয়টার্স