কাবুলে বিস্ফোরণ, আহত ২২

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ব্যস্ত সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে। হাসপাতালের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়, যেখানে সংখ্যালঘু শিয়ারা নিয়মিত জড়ো হয়ে থাকে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, একটি তদন্ত দল বিস্ফোরণস্থলে আহতদের সাহায্য করতে কাজ করছে।

কাবুলের একজন শিয়া ধর্মীয় পণ্ডিত সাইয়েদ কাজুম হোজাত বলেছেন, সরকার আশুরার আগে নিরাপত্তা জোরদার করেছে। কিন্তু যেকোনও হুমকির জন্য সতর্কতা বাড়াতে হবে।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।