ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে শনিবার ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি। দেশটির ভূপদার্থবিদ্যা বিষয়ক সংস্থা (বিএমকেজি)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বিয়াক দ্বীপের পূর্ব-উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।

এর আগে শনিবার একই স্থানে ৬.১, ৫.৯ এবং ৫.৫ মাত্রার আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রত্যক্ষ করে। ২০০৪ সালে সুমাত্রা উপকূলে ৯.১ মাত্রার ভূমিকম্প ও এরপরের সুনামিতে এই অঞ্চলজুড়ে দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়। এরমধ্যে ইন্দোনেশিয়ায় মারা যায় এক লাখ ৭০ হাজার মানুষ।

২০১৮ সালে লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৫৫০ জনের মৃত্যু হয়। গত বছর সুলাওসি দ্বীপে ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে চার হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়।