সস্ত্রীক বালিতে শি জিনপিং

জি-২০ সম্মেলনে যোগ দিতে সোমবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার থেকে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাতের কথা রয়েছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে জানা গেছে, শি জিনপিং তার স্ত্রী পেং লিয়ুয়ানকে নিয়ে এয়ার চাইনা বিমানে করে বিকাল ৩টার দিকে অবতরণ করেন। তাদেরকে ঐতিহ্যবাহী বালিনিজ নৃত্যের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়।

চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। করোনা মহামারীতে চীনেই অবস্থান করেন তিনি। তবে করোনার সংক্রমণ কমে আসায় ধীরে ধীরে বিদেশ সফর শুরু করছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে বাইডেনের। জি-২০ সম্মেলনে পার্শ্ব বৈঠকে তাইওয়ান ইস্যুটি প্রাধান্য পাবে। হোয়াইট হাউজ জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নেও জোর দেবেন বাইডেন।