চীনের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ ভ্যাটিকানের, ব্যাখ্যা দাবি

চীনের বিরুদ্ধে বিশপ নিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভ্যাটিকান সিটি। শনিবার এ ব্যাপারে বেইজিংয়ের কাছে ব্যাখ্যাও চেয়েছে তারা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভ্যাটিকান কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্য জেলার বিশপকে জিয়াংজিতে সহকারী বিশপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা দুঃখজনক।

চীনা কর্তৃপক্ষের এমন নিয়োগ বিশপ নিয়োগের বিষয়ে ভ্যাটিকান সিটি ও বেইজিংয়ের মধ্যে ২০১৮ সালের চুক্তির গুরুতর লঙ্ঘন বলে প্রতীয়মান হচ্ছে। তবে বেইজিংয়ের তরফে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত অক্টোবরে দুই বছরের জন্য চুক্তিটি নবায়ন করা হলেও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি।