ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশ নিহত, আহত ১০

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার (২৩  ডিসেম্বর) আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও ১০ জন। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক সোহাইল জাফর।

সোহাইল জাফরের বরাতে জিও নিউজে জানা গেছে, ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। এরপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আরও দুইজনের মরদেহ হাসপাতালে এসেছে বলে জানা গেছে। সন্ত্রাসী হামলায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন চেয়েছেন পাকিস্তানের প্রধানমনন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে নিহত পুলিশের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সূত্র: জিও নিউজ