ইন্দোনেশিয়ায় পৌঁছালো এক মাস ভাসমান থাকা রোহিঙ্গারা

মাসখানেক ধরে সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ায় পৌঁছেছে রোহিঙ্গা শরণার্থীদের একটি দল। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

কর্মকর্তারা জানিয়েছেন, সাগরপথে কাঠের নৌকাযোগে কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থী দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় পৌঁছেছে। তাদের সবাই পুরুষ। সবাইকে বেশ ক্ষুধার্ত ও দুর্বল অবস্থায় দেখা গেছে। অন্তত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সপ্তাহখানেক আগে সমুদ্রে অন্তত ১৫০ রোহিঙ্গা আটকেপড়ার যে খবর বেরিয়েছিল এই ব্যক্তিরা ওই দলের অংশ কিনা সেটি স্পষ্ট নয়। 

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাঠের তৈরি নৌকাটিতে ৫৭ জন ব্যক্তি ছিল। 

তিনি বলেন, ‘নৌকাটির একটি ইঞ্জিন ভাঙা ছিল। এটি আচেহ বেসার জেলার লাডং গ্রামের একটি তীরে গিয়ে পৌঁছায়। তারা বলছে, তারা এক মাস ধরে সমুদ্রে ভাসছিল।’ 

স্থানীয় অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, শরণার্থীদের সাময়িকভাবে একটি সরকারি স্থাপনায় রাখা হবে। 

এই শরণার্থীরা ঠিক কোথা থেকে যাত্রা করেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।