পাঁচ দিনের মাথায় ধ্বংসাবশেষ থেকে ৩ ভাইকে জীবিত উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের হাতায়া প্রদেশে ধসে পড়া একটি পাঁচতলা অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষ থেকে ৩ ভাইকে জীবিত অবস্থায় বের করে এনেছে উদ্ধারকারীরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

টিআরটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ১২০ ঘণ্টার পর তাদের বের করে আনতে ৯ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে উদ্ধারকারী দলটি। ১১৭তম ঘণ্টায় প্রথমে এক ভাইকে বের করে আনা হয়। পরে ১১৯তম ঘণ্টায় দ্বিতীয়জনকে এবং পরে তৃতীয়জনকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি তুর্কি কর্তৃপক্ষ।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে। যার উৎপত্তি ঘটে তুরস্কের উত্তরাঞ্চলে। ধ্বংসস্তূপে তুরস্কের কয়েকটি শহর। ভূমিকম্পে লন্ডভন্ড শত শত ভবন।

পাঁচ দিনে দুই দেশের মৃত্যু ছাড়ালো ২৩ হাজার ৮০০। শনিবার (১১ ফেব্রুয়ারি) সিরিয়া ও তুরস্কের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র: সিএনএন