আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের পূর্ব উপকূলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন দাবি করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দ.কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহাড়ার আগেই নিজেদের শক্তির জানান দিলো পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলের দিকে ছুড়েছে দেশটি। এদিকে জাপানের কোস্ট গার্ডও জানিয়েছে, উ. কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পিয়ংইংয়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গত বছর ও চলতি বছরের শুরুর দিকেই রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এশিয়ার এই দেশটি। এর মধ্যে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপান গভীর উদ্বেগ জানিয়ে আসছে।

উল্লেখ্য, জাতিসংঘ উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে অনেক আগেই। নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি।