তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

ধ্বংসস্তূপে মিলছে না প্রাণের সন্ধান, উদ্ধারকাজ শেষের পথে তুরস্ক

ধ্বংসস্তূপ থেকে আর ভেসে আসছে না কারও আর্তনাদ। নিখোঁজদের বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছে উদ্ধারকারীরা। এ অবস্থায় চলমান উদ্ধার অভিযানের ইতি টানলো তুরস্ক। তবে কাহরামানরাস এবং হাতায়ে প্রদেশে উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় তুরস্ক। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৪৬ হাজারের বেশি। আহত কয়েক হাজার। 

দুই সপ্তাহের বেশি সময় চলা উদ্ধার অভিযান দুটি প্রদেশ ছাড়া সবকটিতে সমাপ্তির ঘোষণা দিয়েছে তুরস্ক। কারণ ধ্বংসস্তূপে কাউকে জীবিত পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারীদের মতে, দুই সপ্তাহ ধরে পানি, খাবার না খেয়ে বেঁচে থাকা অসম্ভব।

এদিকে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১০ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। ছবি: রয়টার্স

ধারণা করা হচ্ছে, তুরস্কে ভূমিকম্পে ৩ লাখ ৪৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। দুই দেশের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ইউরোপের দেশগুলো। সূত্র: বিবিসি