নেপালে ক্ষমতাসীন জোটে ফাটল

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল পার্টি সোমবার প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ডের নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মাত্র দুই মাস পুরনো জোট সরকারের জন্য এটি বড় আঘাত হতে পারে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) এ খবর জানিয়েছে।

দ্য কাঠমান্ডু পোস্ট দৈনিক পত্রিকার খবরে বলা হয়েছে, সোমবার দলের শীর্ষনেতাদের বৈঠকের পর এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সিপিএন-ইউএমএল।

দলটির ভাইস-চেয়ারম্যান বিষ্ণু পাউডেল বলেন, নেপালের প্রধানমন্ত্রী ভিন্ন পথে কাজ শুরু এবং প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক ভারসাম্য বিনষ্ট করার পর আমরা সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।  

জোট সরকারের প্রধান দুটি দলের এই রাজনৈতিক বিরোধের মূলে রয়েছে রয়েছে প্রেসিডেন্ট পদে রাম চন্দ্র পাউডেলকে সমর্থন দেওয়া। নেপালি কংগ্রেসের এই সিনিয়র নেতার প্রতি সমর্থন জানিয়েছেন প্রচণ্ড। পাউডেল ক্ষমতাসীন জোটে নেই, তিনি বিরোধী দলে রয়েছে। সিপিএন-ইউএমএল নেতা ওলি প্রেসিডেন্ট পদে দলের সদস্য সুভাস নেমবাংকে মনোনয়ন দিয়েছেন।

আগামী ৯ মার্চ নেপালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: এনডিটিভি