যে ক্যাফেতে দেখা মিলবে সাপ ও টিকটিকির

ক্যাফেটেরিয়ায় বিড়াল বা কুকুর রাখার প্রচলন খুব বেশি দিনের না। এই উদ্যোগ বেশ প্রশংসিতও হয়েছে। ক্যাফেটেরিয়ায় খাবার পাওয়ার আগ পর্যন্ত এসব লোমশ প্রাণীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অনেকেই। তবে ক্যাফেটেরিয়ায় বসে সাপ বা টিকটিকির সঙ্গে সময় কাটানোর কথা কে ভেবেছে কবে?

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে চালু হলো এরকমই আশ্চর্য এক ক্যাফেটেরিয়া। এখানে পাওয়া যাবে বিয়ার্ডেড ড্রাগন, লেপার্ড গেকোসহ বিভিন্ন প্রজাতির সাপ, টিকটিকি ও এ ধরণের সরীসৃপ প্রাণী। সরীসৃপ বিষয়ে উৎসাহী মালয়েশীয় যুবক ইয়াপ মিং ইয়াং এর উদ্যোগে চালু হলো এই ক্যাফেটেরিয়া।

তবে ক্যাফেটেরিয়ায় একেবারে খোলা ছেড়ে দেওয়া হয়নি প্রাণীগুলোকে। দেয়ালের চারদিকে কাঁচের ট্যাংকের ভেতরে রাখা হয়েছে তাদের। তাই ভয়ের কোনও কারণ নেই। খাবার অর্ডার করার পর অপেক্ষার সময়ে এই প্রাণীগুলোকে ধরে আদর করে অনেকেই।

ক্যাফেটেরিয়ার মালিক ইয়াপ মিং বলেন, ‘বিড়াল বা কুকুরের মতো প্রাণীগুলোকে মানুষ ভালোবাসে। সরীসৃপ প্রজাতি সবসময়ই এই ভালোবাসা থেকে বঞ্চিত’।

তিনি মনে করেন, এরকম একটি প্রাণী-বান্ধব ক্যাফের মাধ্যমে বিড়াল বা কুকুরকে মানুষ যেমন ভালোবাসে, তেমনভাবে সাপ, টিকটিকি বা এই ধরনের প্রাণীরাও পাবে কিছুটা ভালোবাসা।

উল্লেখ্য, মালয়েশিয়ার এই যুবক পরিবেশ-বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন এবং দেশটির সরীসৃপবিদ্যা নিয়ে আগ্রহী গোষ্ঠীর অন্যতম সদস্য তিনি।

সূত্র: রয়টার্স