৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিলো হংকং

মাস্ক পরার ওপর বাধ্যবাধকতা তুলে নিলে চীনের প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার সংবাদ সম্মেলনে হংকংয়ের নেতা জন লি বলেন, ঘরে-বাইরে এবং গণপরিববহনেও এখন থেকে আর মাস্ক প্রয়োজন হবে না। করোনা মহামারীর শুরু পর মাস্ক পরার নিয়ম চালু হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ৯৪৫ দিন পর এ নিয়ম তুলে নেওয়া হলো।

বুধবার থেকে হংকংয়ের জনগণকে আর মাস্ক পরতে হবে না। এতে দীর্ঘ সময় ধরে চলা কোভিড যুগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে নানা বিধিনিষেধে আরোপে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিজনেস হাব হিসেবে পরিস্থিতি হংকং।

চলতি বছরের শুরুর দিকে অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় অঞ্চলটি। অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে পর্যটক এবং বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছে হংকং। হংকং-এর নেতা লি বলেন, 'মাস্ক পরায় বাধ্যবাধকতায় তুলে নেওয়ার এখনই উপযুক্ত সময়।'

করোনা মহামারীর শুরু হওয়ার আগে বছরে সাড়ে পাঁচ কোটির বেশি পর্যটক হংকং ভ্রমণ করতেন। গত দুই বছর ধরে বিধিনিষেধের কারণে জনপ্রিয় স্থানটিতে কমে গেছে পর্যটক সংখ্যা। ফলে পর্যটন খাতকে চাঙ্গা করতে পাঁচ লাখের বেশি বিমান টিকিট বিনামূল্যে সরবরাহ করতে যাচ্ছে প্রশাসন।