ফিলিপাইনে গুলিতে নিহত আঞ্চলিক গভর্নরসহ ৬ জন

ফিলিপাইনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন আঞ্চলিক গভর্নর রোয়েল দেগামোসহ ৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। 

দেশটির নেগরোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামোর বাড়িতে শনিবার এ ঘটনা ঘটে।

আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পোশাকে পাম্পলোনা শহরে গভর্নর রোয়েল দেগামোর বাড়ির ভেতর প্রবেশ করেন অজ্ঞাত বন্দুকধারী। ঢুকেই তিনি গুলি ছোড়েন। এতে গভর্নর রোয়েলসহ ছয় জন নিহত হন।

গত মাসে ফিলিপাইনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রথমে নেগরোস ওরিয়েন্টেল শহরের গভর্নর হিসেবে দাগেমোর প্রতিদ্বন্দ্বি প্রার্থী জয় পান। তবে পরবর্তীতে ভোট পুনর্গণনা করা হলে, আদালত রায়ে দাগেমো নির্বাচিত হন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের হাতেই খুন হয়েছেন তিনি। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করা হবে। সূত্র: আল জাজিরা