হামলাকারীদের ক্ষমা করে দেবো: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখে দেশের স্বার্থে হত্যাচেষ্টাসহ সবকিছু ক্ষমা করে দিতে প্রস্তুত তিনি। ৪ মার্চ খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশে নির্বাচনি প্রচারণা শুরুর পর ভিডিও লিংকে নিজ দলের কর্মীদের উদ্দেশে এ কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান।

গত বছরের এক নির্বাচনি সমাবেশে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ইমরান খান। পায়ে একাধিক গুলি লাগলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ নিয়ে দেশটিতে অস্থিরতা দেখা দেয়। এ ঘটনায় এখনও হামলাকারীদের গ্রেফতার করা যায়নি। হামলার পেছনে শাহবাজ শরিফ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহসহ বেশ কয়েকজন দায়ী করেন তিনি।

এদিন সমাবেশে তিনি বলেন, আমি সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। একটি আসন্ন বিপর্যয় থেকে পুরো জাতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে। তবে যারা জাতীয় সম্পদ লুটপাট করেছে, তাদের সঙ্গে কোনও যোগাযোগ নয়। তারা পাকিস্তানকে ধনী রাষ্ট্র থেকে গরিব করে ছেড়েছে।

ভাষণে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে অপছন্দের কথা আবারও তুলে ধরেন ইমরান।

নতুন সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পিটিআই চেয়ারম্যান বলেন, বিচার বিভাগীয় এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে। ব্যয় কমানো, কর এবং বিদেশিদের পাকিস্তানের প্রতি আকৃষ্ট করা। পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকে উন্নত দেশগুলোতে অবস্থান করছে জানিয়ে হতাশা ব্যক্ত করেন ইমরান। দেশের মেধাকে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষা খাতকে ঢেলে সাজানোর ওপর জোর দেন। সূত্র: ডন