দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন গ্রেফতার

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এক বিবৃতিতে মালয়েশীয় দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) বলেছে, ক্ষমতায় থাকার সময় একটি অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে জিজ্ঞাসাবাদের পর মুহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

২০২০ থেকে ২০২১ পর্যন্ত ১৭ মাস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুহিউদ্দিন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগ আনা হবে।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হারের পর মুহিউদ্দিন ও তার দল দুর্নীতির তদন্তের মুখে রয়েছে। মুহিউদ্দিনের শাসনামলে অনুমোদিত কোটি ডলারের কয়েকটি প্রকল্প পর্যালোচনার নির্দেশ দেন আনোয়ার। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কোভিড-১৯ ত্রাণ কর্মসূচি। অভিযোগ রয়েছে, এক্ষেত্রে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

অতীতে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে মুহিউদ্দিন। তিনি এগুলোকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন।