এবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

তিন দিনের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে রবিবার একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং। এর আগে গত বৃহস্পতিবার দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।   

দক্ষিণ কোরিয়ার সামরিক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রবিবার সকাল ১১টা ০৫ মিনিটে পশ্চিম উপকূলের ডংচাং-রি সাইট থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পাড়ি দিয়েছে এটি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৫০ কি.মি (৩০ মাইল) পর্যন্ত উঁচুতে উড়েছে।

উত্তরের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা করেছে সিউল।

 

 

এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়ায় একটি বি-১বি বোমারু বিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, প্রতিরোধ জোরদার করার জন্য এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

জাপানের সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। ওই এলাকায় জাহাজ বা বিমানের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য একটি হুমকি। এসব সহ্য করা হবে না।’ সূত্র: আল জাজিরা