মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬, আটকা পড়েছেন শতাধিক

ভারতের পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্র রাজ্যে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ১৬ জনের প্রাণ গেছে। আরও প্রায় একশ জনের বেশি ঘটনাস্থলে আটকা পড়েছেন। বুধবার রাতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিধসের ঘটনাটি ঘটেছে পাহাড়ের ওপরে তাই উদ্ধারের কাজ করা কঠিন। বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় তাদের উদ্ধার কাজ। বৃষ্টি থামার পর আবার উদ্ধার কার শুরু করেছেন তারা। বুধবারের এই ঘটনায় সেখানে ৫০টি বাড়ির মধ্যে ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বিবিসি মারাঠিকে জানিয়েছেন, স্থানীয় সময় ২২ টা ৩০ মিনিটে তাদের গ্রামে ভূমিধস আঘাত আনে।

পরিবারের কয়েকজন সদস্যকে হারানো এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ মাটি কেঁপে ওঠে। আমি তখন দৌড়ে ঘরের বাইরে চলে আসি।  

অপর একজন বলেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আমি কখনও ভাবিনি পাহাড় ধসে পড়বে। অনেক মানুষ এখনও তাদের পরিবারের মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছে।

খাড়া পাহাড় আর ভারী বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা পিচ্ছিল হয়ে গেছে। যার করণে জেএসবির মতো বড় উদ্ধার যান সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না। কর্মকর্তারা বলছেন, মাটির একটা বড় অংশ খুঁড়ে পরিষ্কার করতে হবে।

এনডিআরএফ টিম, পুলিশ এবং মেডিক্যাল টিম সেখানে পৌঁছেছে। তারা যথা সম্ভব উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া সেখানে স্থানীয় লোকজনও উদ্ধার কাজ করছেন।

পাহড়ের নিচে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সেখানে প্রায় ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে বলেছেন, আমাদের প্রধান কাজ হলো ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা।

মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত দুই সপ্তাহ ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রায়গড় ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরও কয়েকদিন বৃষ্টিপাত হবে।