কম্বোডিয়ার নির্বাচনে বড় ব্যবধানে জয়ের দাবি হুন সেনের

প্রধান বিরোধী দলকে ছাড়াই কম্বোডিয়ার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। রবিবার ভোট গণনা শেষ হওয়ার আগেই বিপুল ব্যবধানে জয়ের দাবি করেছেন চার দশক ধরে ক্ষমতায় থাকা কম্বোডিয়ান পিপল’স পার্টির (সিপিপি) নেতা হুন সেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, রবিবার শেষ রাত পর্যন্ত ভোট গণনায় ৮৪ শতাংশ ভোট পেয়েছে সিপিপি। ১৭টি ছোট দলকে নিয়ে আয়োজিত নির্বাচনে ভোট দিয়েছেন ৮১ লাখ মানুষ।

নির্বাচন কমিশন দেশটির নির্বাসিত বিরোধী দলীয় নেতা স্যাম রেইন্সে ও তার ১৬ মিত্রকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে। 

হুন সেনের এটিই শেষ নির্বাচন। আগামীতে তার বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন ৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ।

ভোটের ফলাফল প্রকাশের পর উৎফুল্ল হুন মানেট। প্রধানমন্ত্রী হতে তাকে জাতীয় পরিষদের একটি আসনে জিততে হবে। আসন জয়ের বিষয়ে তিনি আশাবাদী। তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কোনও সময়সীমা ঘোষণা করেননি হুন সেন। ধারণা করা হচ্ছে, আগামী অধিবেশনে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন।