মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেছেন, বিদেশি সেনারা মালদ্বীপে থাকতে পারবে না। শনিবারের ভোটে নির্বাচিত হওয়ার পর এক বিজয় সমাবেশে তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নির্বাচনের আগে জনগণকে চীনপন্থি বলে পরিচিত মুইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে ফের পাঠানো হবে। বিজয় সমাবেশের এই ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগোচ্ছেন তিনি।
গত শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহকে পরাজিত করে ক্ষমতায় আসেন মুইজ্জু। তিনি চীনের ঘনিষ্ঠ বলে পরিচিত। মালদ্বীপে ভারত স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় অভিযোগ করেছেন তিনি। মালদ্বীপে ভারতের কয়েকটি নজরদারি উড়োজাহাজ ও প্রায় ৭৫ জন সেনা রয়েছে।
ভারত ও চীনের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের আশা ব্যক্ত করে মুইজ্জু বলেন, মালদ্বীপ-বান্ধব নীতিতে সম্মত সবাই আমাদের ঘনিষ্ঠ বন্ধু হবে।
কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, মালদ্বীপে অবস্থানরত বিদেশি সেনাদের ফেরত পাঠানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, নয়াদিল্লি মুইজ্জুর নীতি ‘পর্যবেক্ষণ’ করবে। ভারত ‘মালদ্বীপবিরোধী নয়’। তাকে আমাদের সঙ্গে কাজ করতে হবে। আমাদেরও তাদের সঙ্গে কাজ করতে হবে।
মালদ্বীপের সঙ্গে ভারতের পুরনো সাংস্কৃতিক, আর্থিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে। চীন সম্প্রতি দেশটির অবকাঠামো খাতে বিনিয়োগ করেছে। বেল্ট ও রোড উদ্যোগের আওতায় পরিবহণ ও জ্বালানি নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই বিনিয়োগ করছে তারা।