আবারও আফগানিস্তানে ভূমিকম্প

আফগানিস্তানে আবারও ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিক হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেই হেরাত শহরে পরপর দুইবার ভূমিকম্প আঘাত হেনেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, হেরাত শহরের কাছে ছয় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬ দশমিক ৩। এতে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

বেশ কয়েকদিন আগে এই অঞ্চলে দুটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল। তালেবান সরকারের তথ্যমতে, এতে ২ হাজার ৪৪৫ জন প্রাণ হারিয়েছেন। এদিকে বিবিসি বলেছে, এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আগের ভূমিকম্পে যারা মারা গিয়েছে তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি নারী ও শিশু ছিল।

ইউএসজিএস তার প্রতিবেদনে বলেছে, সর্বশেষ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এই জায়গাটি ইরান সীমান্তের কাছেকাছি অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। তাই প্রায়ই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।