ইমরান খানের জামিনের আবেদন গ্রহণ করেছেন আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন গ্রহণ করেছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। বুধবার (২২ নভেম্বর) আদালত কারাগারে আটক ইমরান খানের জামিন আবেদন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী নাঈম পাঞ্জুথা। এই আবেদন গ্রহণের একদিন আগেই রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাগারে তার বিচারকে অবৈধ ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা জানিয়েছেন, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে আটক ইমরান খানের জামিনের আবেদন গ্রহণ করেছেন আদালত।

অভিযোগ বলা হয়েছে, ২৩ অক্টোবর রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের কারাদণ্ড স্থগিত করলেও মুক্তি পাননি তিনি। এই মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে।

আইনজীবী নাঈম পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, উভয় পক্ষের যুক্তি-তর্কের পর পরবর্তী শুনানিতে একটি সিদ্ধান্ত আসবে। শুনানি প্রসঙ্গে তিনি বলেন, এখনও শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন ওয়াশিংটনের পাকিস্তানি রাষ্ট্রদূত। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

ইমরানের দল পিটিআই দাবি করছে, এই নথিতে তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়েছে।