সাইবার হামলার কবলে জাপানের মহাকাশ সংস্থা, সন্দেহের তির চীনের দিকে

সাইবার হামলার শিকার হয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। তবে স্পেস এজেন্সির মুখপাত্র বলছেন, হ্যাকাররা যেসব তথ্য পেয়েছেন তাতে রকেট ও স্যাটেলাইট অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। এ খবর জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম উইয়ন। 

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মুখপাত্র বলেছেন, নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অনুমোদিত এই অ্যাকসেসের ঘটনাটি ঘটে। তবে সাইবার হামলাটি ঠিক কখন ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি।

মুখপাত্রের মতে, একটি বহিরাগত সংস্থা একটি অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে সাইবার অ্যাটাক সম্পর্কে জানতে পারে। তবে সংস্থাটির পরিচয় তিনি জানাননি। হ্যাকিং প্রচেষ্টা নিয়ে এরই মধ্যে একটি বিশদ তদন্ত শুরু হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান যৌথভাবে চীনের হ্যাকার গ্রুপ ব্ল্যাকটেকের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের সংস্থাকে সতর্ক করে। সেই জের ধরে চীনের দিকেই সন্দেহের তির যাচ্ছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।  

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি অনুসারে, চীনের ওই গ্রুপটি ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাইবার হামলা চালিয়ে আসছে।