পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গহর আলী খান। দেশটির নির্বাচনকে সামনে রেখে শনিবার এ বিষয়ে নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
শনিবার পিটিআইয়ের কয়েকটি পদে দায়িত্বপ্রাপ্তদের নির্বাচিত করতে ভোটাভুটি হয়। এই ভোটে ব্যারিস্টার গহর আলী খান চেয়ারম্যান হসেবে নির্বাচিত হন। পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি বলেন, আন্তদলীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান। এর আগে ইমরান খান তাঁকে মনোনীত করেন।
পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু কারাবন্দি ইমরানের নেতৃত্বে ওই নির্বাচনে পিটিআইয়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে আন্তদলীয় নির্বাচনের আয়োজন করে দলটি। সেই পরিপ্রেক্ষিতে গহর আলী খানকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার গহর জানান, তিনি ইমরান খানের প্রতিনিধি হিসেবে দলীয় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তবে আমি যত দিন এখানে আছি, ইমরান খানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব।
শনিবারের ভোটাভুটিতে ওমর আইয়ুব খান পিটিআইয়ের কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হয়েছেন। আলী আমিন গান্দাপুর খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সভাপতি এবং ড. ইয়াসমিন রশিদ পাঞ্জাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। বেলুচিস্তানে মুনির আহমেদ বেলুচের প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ ছাড়া সিন্ধুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিটিআই সভাপতি নির্বাচিত হয়েছেন হালিম আদিল শেখ।
ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ শতাধিক মামলা হয়েছে। সেসব মামলার জেরেই কারাগারে রয়েছেন ইমরান।