হারানো এমএইচ৩৭’র অনুসন্ধান: জেগেছে নতুন আশা

গুগল ম্যাপ থেকে নেওয়া মোজাম্বিকের মানচিত্রআফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশ মোজাম্বিকের উপকূলে একটি বিমানের ভগ্নাংশের খোঁজ মিলেছে। খুঁজে পাওয়া ওই ভগ্নাংশটি কোনও এক বোয়িং৭৭৭ বিমানের হতে পারে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী লিউ তিয়ং লাই।
বার্তাসংস্থা এনবিসি নিউজে প্রকাশিত এক খবরে বলা হচ্ছে, হারানো বিমানটির উদ্ধারকাজে জড়িত এক মার্কিনি মোজাম্বিকের বেলাভূমিতে অজ্ঞাত বিমানের সর্বশেষ এ ভগ্নাংশটি খুঁজে পেয়েছেন। তবে মোজাম্বিকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইনাসিও দিনা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন এ বিষয়ে তারা এখনও কিছুই জানেন না।  
এদিকে মালয়েশীয় মন্ত্রীর কথায় আবারও আশা জেগে উঠেছে স্বজনহারা মানুষের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিক সর্বশেষ টুইটবার্তায় যোগাযোগমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে তাতে বিমানের খুঁজে পাওয়া ভগ্নাংশটি কোনও বোয়িং ৭৭৭ এর হওয়ার সম্ভাবনা প্রবল।  
মোজাম্বিকে পাওয়া টুকরোটি যদি আসলেই কোনও বোয়িং এর ভগ্নাংশ হয়ে থাকে তাহলে এটা হবে দুর্ঘটনাকবলিত কোনও বোয়িং এর খুঁজে পাওয়া দ্বিতীয় ধ্বংসাবশেষ। প্রথমটা পাওয়া গিয়েছিল ভারত মহাসাগরের অন্তর্গত ফরাসী মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপপুঞ্জে।

মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মালয়েশীয় যোগাযোগমন্ত্রীও আশা জাগানোর মতো কথা বলে পূর্ণ তদন্ত-প্রতিবেদন না আসা অব্দি সবাইকে ধৈর্য ধারণের  পরামর্শ দিয়েছেন।

২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশীয় ফ্লাইট এমএইচ৩৭০এর বোয়িং ৭৭৭ বিমান ভারত মহাসাগর অতিক্রমকাল হাওয়ায় মিলিয়ে যায়।   

মন্ত্রী জানান, বিমান উদ্ধারে সংশ্লিষ্ট মালয়েশীয় ও অস্ট্রেলীয় প্রতিনিধি দল এখনও অভিযান চালিয়ে যাচ্ছে।

/এইচকে/