উত্তর কোরিয়া সফরে আগ্রহী পুতিন: পিয়ংইয়ং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই পিয়ংইয়ং সফরে আগ্রহী। রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত সপ্তাহে উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোন হুই-এর সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর কার্যালয়কে উদ্ধৃত করে কেসিএনএ আরও লিখেছে, উত্তর কোরীয় নেতা কিম জং উন সফরের আমন্ত্রণ জানানোয় তাকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।

পুতিন যদি উত্তর কোরিয়া সফর করেন তাহলে তা হবে দুই দশকের মধ্যে কোনও রুশ নেতার দেশটির সফর।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া আশা করছে অদূর ভবিষ্যতে কিমের আমন্ত্রণে পুতিন উত্তর কোরিয়া সফর করবেন। তবে তিনি বলেছেন, এখনও কোনও তারিখ চূড়ান্ত হয়নি।

কেসিএনএ-র প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট শিগগিরই সফর করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরে ইউক্রেনে সামরিক অভিযানে সমর্থন ও সংহতির জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।