পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ৭ জঙ্গি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছে সেনাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে সাত জঙ্গি নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তান প্রদেশের ঝোভ জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। বন্দুকযুদ্ধের পর নিরাপত্তাবাহিনী গোলাবারুদ উদ্ধার করেছে।

বেলুচিস্তানের রাজধানী হলো কোয়েটা। প্রদেশটিতে বেলুচ জাতীয়তাবাদী, ইসলামি জঙ্গি ও ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে।

গ্যাস-সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত। প্রায় দুই দশকের বেশি সময় ধরে অঞ্চলটিতে সীমিত মাত্রায় সশস্ত্র সংঘাত চলমান রয়েছে। শুরুতে এই বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা প্রদেশের সম্পদের ভাগ চাইলেও পরে তারা স্বাধীনতার দাবি তোলে।