পিএমএলএন’র সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়নি: এমকিউএম

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর সঙ্গে বৈঠকে পরবর্তী সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) দলের আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী। রবিবার (১১ ফেব্রুয়ারি) করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুসারে, জাতীয় পরিষদের ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে একক দল হিসেবে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭৫ আসন। ৫৪ আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪। এছাড়া এমকিউএম-পি ১৭ আসনে জয়ী হয়েছে। 

রবিবার পিএমএলএন ও এমকিউএম-পি দলের নেতারা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন। পিএমএলএন-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দল পরবর্তী সরকার গঠনে একসঙ্গে কাজ করতে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের পর এমকিউএম-পি আহ্বায়ক জানালেন, বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।

খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, পিএমএলএন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পরবর্তী সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। নির্বাচন দেশে একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এই সংকট থেকে দেশের উত্তরণে সব দলকে তাদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, যেকোনও কিছুর চেয়ে গণতন্ত্রের স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেছেন, সরকার গঠন নিয়ে এখন পর্যন্ত কোনও আলোচনা হয়নি। ভবিষ্যতের সরকারে এমকিউএম কোনও অংশীদার হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।