সংবাদ সম্মেলনে নেতাদের ঘোষণা

পাকিস্তানে সরকার গঠনে রাজি পিএমএল-এন, পিপিপি, এমকিউএম-পি ও পিএমএল-কিউ

পাকিস্তানে সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ও পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) দলের নেতারা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর নেতারা এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনের আগে পিএমএল-কিউ নেতা চৌধুরী শুজাত হোসেনের বাসভবনে নেতারা বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ, পিপিপির কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি, এমকিউএম-পি নেতা খালিদ মকবুল ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) নেতা আলীম খান।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে পিপিপির আসিফ আলি জারদারি বলেছেন, আমরা পাকিস্তানকে সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধ ও সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সংকটকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে পুনর্মিলন প্রক্রিয়ায় স্বাগত জানাবো। পুনর্মিলনের আলোচনায় সবাইকে জড়িত হওয়ার আমন্ত্রণ।

আসিফ আলী জারদারি বলেছেন, সবকিছু দেখার পর আমরা ভেবেছি এবং এক সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের বিরুদ্ধে ভোটে লড়েছি। কিন্তু আমরা চিরকাল লড়াই করব তা না। নির্বাচনে বিরোধিতা হয়েছে। এটি ছিল নির্বাচনি বিরোধিতা, আদর্শগত নয়। নেতারা একসঙ্গে বসে কথা বলতে পারেন এবং একসঙ্গে দেশ চালাতে পারেন।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ বলেছেন, তার সঙ্গে রাজনৈতিক নেতারা জড়ো হয়েছেন জাতিকে বলার জন্য যে, বিরোধিতার নির্বাচনি রাজনীতির দিন শেষ, এখন পার্লামেন্ট গঠনের সময়। এখন আমাদের লড়াই দেশের চ্যালেঞ্জের বিরুদ্ধে। প্রথম চ্যালেঞ্জ হলো অর্থনীতি। আমাদের তা স্থিতিশীল করতে হবে, এটি একটি কঠিন কাজ। দেশ তখন এগিয়ে যায় যখন তাদের নেতারা ঐক্যবদ্ধ হন এবং সংঘাত অবসানের সিদ্ধান্ত নেন, সমস্যা নির্মূলে জাতিকে এগিয়ে নিয়ে যান।

প্রধানমন্ত্রী হিসেবে নিজের আগের মেয়াদের কথা মনে করিয়ে দিয়ে শাহবাজ বলেছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি নওয়াজ শরিফকে আমাদের দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। এখন আমি তাকে এই পদটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া, আমি আনুষ্ঠানিকভাবে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে আমাদের প্রার্থী ঘোষণা করছি।

এমকিউএম আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানকে সেবা করা ছাড়া কোনও দলের স্বার্থ বড় হতে পারে না। সহযোগিতার মাধ্যমে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব এবং শাহবাজ শরিফকে সমর্থন করি। আমরা তাকে আগেও সমর্থন করেছি এবং ভবিষ্যতেও তা করব।

তিনি বলেছেন, সবার উচিত রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে দেওয়া এবং দেশ সেবার সাধারণ লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।